থাইল্যান্ড যাওয়ার সময় বিমানবন্দরে আওয়ামী লীগ নেতা আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৪:৫৫ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২৪

গাজীপুর মহানগর আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিনকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে পুলিশ।

রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে থাইল্যান্ড যাওয়ার সময় বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।

আটক কাজী আলিম উদ্দিন শহরের উত্তর ছায়াবীথি নয়াবাড়ি এলাকার বাসিন্দা। তিনি প্রয়াত কাজী সিরাজ উদ্দিন ছেলে এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও বর্তমান কমিটির সদস্য।

২০২৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে তিনি সাবেক প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের বিরুদ্ধে গাজীপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন।

পুলিশ জানায়, রোববার সকাল সাড়ে ৯টার দিকে কাজী আলিম উদ্দিন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে থাইল্যান্ড যাওয়ার চেষ্টা করেন। সে সময় ইমিগ্রেশন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশকে খবর দেয়। কাজী আলিম উদ্দিনকে জিএমপির বাসন থানায় হস্তান্তর হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, কাজী আলিম উদ্দিনকে ঢাকা থেকে গাজীপুরে বাসন থানায় আনা হয়েছে। বাসন থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

মো. আমিনুল ইসলাম/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।