যাদুকাটা নদীর পাড় কেটে বালু-পাথর উত্তোলন করায় ২৫ জনের কারাদণ্ড
সুনামগঞ্জের তাহিরপুরে অবৈধভাবে সীমান্ত নদী যাদুকাটার পাড় কেটে বালু-পাথর উত্তোলনের সময় যৌথবাহিনীর অভিযানে ২৫ জনকে আটক করা হয়েছে।
রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে যাদুকাটা নদীতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের মধ্যে ছয়জনকে ২১ দিন ও বাকি ১৯ জনকে ৯০ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
খোঁজ নিয়ে জানা যায়, ভোর থেকে যাদুকাটা নদীতে পুলিশ, বিজিবিসহ যৌথ অভিযান পরিচালনা করে। এসময় উপজেলার বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদীর পশ্চিম পাড় ঘাগটিয়া এলাকায় পাড় কেটে বালু-পাথর উত্তোলনের সময় ২৫ জনকে আটক করা হয়। পরে বিকেলের দিকে তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট শামস সাদাত মাহমুদ উল্লাহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় নদীর পাড় কেটে বালু-পাথর উত্তোলনের দায়ে আটকদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালকত।
তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট শামস সাদাত মাহমুদ উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
লিপসন আহমেদ/এসআর/জিকেএস