কালিয়াকৈরে উপজেলা চেয়ারম্যানসহ ৫ জনকে আ.লীগ থেকে বহিষ্কার
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রেজাউল করিম রাসেলসহ ৫ জনকে দল থেকে বহিস্কার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের বহিস্কার করা হয়।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭টি ইউনিয়নে আ.লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীদের পক্ষে প্রচার প্রচারণা বা কোনো প্রকার সহযোগিতা না করে বহিস্কৃত বিদ্রোহী প্রার্থীদের পক্ষ অবলম্বন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি ও গাজীপুর জেলা কমিটির নির্দেশ এবং সিদ্ধান্ত মোতাবেক তাদেরকে বহিস্কার করা হয়। সেই সঙ্গে সকল সাংগঠনিক কার্যক্রম থেকেও তাদেরকে অব্যাহতি দেয়া হয়।
উপজেলার সফিপুর এলাকায় ওই সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামাল উদ্দিন সিকদার তার লিখিত বক্তব্যে বতর্মান উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রাসেল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান (আটাবহ ইউনিয়ন) প্রার্থী সঞ্চয় কুমার সাহা, বাপ্পির বাবা অজিত কুমার সাহা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শামীমউজ্জামান, সদস্য মো. সোলায়মান ও সদস্য মো. শাহাদাৎ হোসেনকে আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের কমিটি ও সদস্য পদ থেকে বহিস্কারের ঘোষণা দেন।
ওই সময় তিনি মো. কামাল উদ্দিন সিকদার আওয়ামী লীগের বিদ্রোহী ইউপি প্রার্থী আটাবহ ইউনিয়নের সাবেক সভাপতি আলাল উদ্দিন আলু, ঢালজোড়া ইউনিয়নের ইছামতি, চাপাইর ইউনিয়নের উপজেলা চেয়ারম্যানের ভাই সাইফুজ্জামান সেতু, ফুলবাড়িয়া ইউনিয়নের আব্দুর রাজ্জাক মাস্টারকে ইতোপূর্বেই বহিস্কার করা হয়েছে বলে জানান।
সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মো. আকবর আলী, কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক সেলিম আজাদ, তোফাজ্জল হোসেন রানা, সিকদার জহিরুল ইসলাম জয়, সরকার মোশারফ হোসেন জয়, হারুন অর রশিদ, হাবিব সিকদার, সরদার নুরুল ইসলাম, আাজিবর, মাসুদ পারভেজ, জসিম উদ্দিন ইকবাল, ইব্রাহিম খলিল বাবুসহ দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাসেল বলেন, আমি উপজেলা আওয়ামী লীগের কেউ না। কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান। আমাকে কেন্দ্রীয় আওয়ামী লীগ বহিস্কার করতে পারে।
তিনি আরো জানান, আমি আমার ভাইয়ের নির্বাচনী এলাকা চাপাইর ইউনিয়ন পরিষদ এলাকা বাদে আওয়ামী লীগের সমর্থিত আরো ৬টি ইউনিয়নের প্রার্থীর পক্ষেই দিন রাত নির্বাচন করে যাচ্ছি।
আমিনুল ইসলাম/ এমএএস/এবিএস