রংপুরে হেফাজতের গণসমাবেশে দেওয়ালচাপায় মাদরাসাছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রংপুর
প্রকাশিত: ১০:৫২ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৪
ছবি সংগৃহীত

হেফাজতে ইসলাম বাংলাদেশের রংপুরের বিভাগীয় গণসমাবেশে গিয়ে রাকিবুল ইসলাম (১৪) নামে এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত রাকিবুল ইসলাম রংপুরের পীরগঞ্জ উপজেলার শিবটারী এলাকার জামতলা মাদরাসার হেফজ বিভাগের ছাত্র এবং ওই এলাকার শহিদুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গণসমাবেশস্থলের পাশে শহীদ মিনারের পার্শ্ববর্তী দেওয়াল ভেঙে চাপা পড়েন রাকিবুল ইসলাম। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হেফাজতের ইসলামের নেতা ক্বারী আতাউল হক।

২০১৩ সালে শাপলা চত্বরের গণহত্যা, ২০২৪ সালে ছাত্র-জনতার ওপর বর্বরোচিত হত্যাকাণ্ডের বিচার ও সব মিথ্যা মামলা প্রত্যাহার ও দেশে শান্তি-শৃঙ্খলা এবং সম্প্রীতি রক্ষার দাবিতে হেফাজতে ইসলাম বাংলাদেশ রংপুরের আয়োজনে বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

বিভাগীয় গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান। আরও বক্তব্য রাখেন হেফাজতের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব, যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, যুগ্ম মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেদী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, অর্থ সম্পাদক মুফতি মুনীর হোসাইন কাসেমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি বশির উল্লাহ।

হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা মুহাম্মদ ইউনুসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জুম্মাপাড়া মাদরাসার মুহতামিম হাফেজ ইদ্রিস আলী।

জিতু কবীর/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।