পটুয়াখালীতে ভারী বৃষ্টিপাত, নিম্নাঞ্চল প্লাবিত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৪:১২ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৪

পটুয়াখালীতে গত ২৪ ঘণ্টায় ৫৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সাগরে নিম্নচাপের প্রভাবে জেলায় ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। কয়েকদিন এমন দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পটুয়াখালী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার জাহান জানান, নদী উত্তাল থাকায় মাছ ধরার ট্রলার ও নৌকাগুলো নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে।

পটুয়াখালীতে ভারী বৃষ্টিপাত, নিম্নাঞ্চল প্লাবিত

স্থানীয়রা জানান, বৃষ্টির কারণে আমনের চারা রোপণ করতে গিয়ে বিপাকে পড়ছেন কৃষকরা। বৃষ্টির কারণে জমিতে পানি বেশি থাকায় বীজ রোপণে সমস্যা হচ্ছে। শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জরুরি কাজ ছাড়া ঘর থেকে কেউ বের হচ্ছেন না।

আব্দুস সালাম আরিফ/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।