ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ছাত্রদল-যুবদলের সংঘর্ষ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ১০:১৩ এএম, ১৪ সেপ্টেম্বর ২০২৪

রাঙ্গামাটির বাঘাইছড়িতে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ছাত্রদল ও যুবদল নেতাসহ ৩ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৩ সেপ্টম্বর) রাত ৮টার দিকে বাঘাইছড়ি উপজেলার মডেল টাউন এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

আহতরা হলেন, বাঘাইছড়ি পৌর যুবদলের সদস্য মো. ইব্রাহিম ও বাঘাইছড়ি পৌর ছাত্রদলের ৫নং ওয়ার্ডের সভাপতি মো. মোশাররফ। এ ঘটনায় এক ব্যক্তির আহত হওয়ার খবর পাওয়া গেলেও তার নাম পাওয়া যায়নি। আহতরা সবাই বাঘাইছড়ি পৌর এলাকার বাসিন্দা। তারা বাঘাইছড়ি উপজেলা হাসপাতালে ও খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. ওমর আলী জানান, বিষয়টি তাদের ব্যক্তিগত। ফেসবুক পোস্টকে নিয়ে আমাদের কিছু ছেলে হাতাহাতিতে জড়ালে তিনজন আহত হয়। আহতরা সবাই আমাদেরই।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, জেলার নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন দলীয় শৃঙ্গলাভঙ্গের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে। সে অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।

সাইফুল উদ্দীন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।