খুতবা পড়া অবস্থায় মাটিতে ঢলে পড়লেন ইমাম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিলেট
প্রকাশিত: ০৯:৪০ এএম, ১৪ সেপ্টেম্বর ২০২৪

সিলেটের গোলাপগঞ্জে জুমার নামাজের খুতবা পড়া অবস্থায় এক ইমামের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) উপজেলার সদর ইউনিয়নের ফাজিলপুর খোরাসানি জামে মসজিদে জুমার নামাজের সময় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য সুলতান আহমদ মজনু।

ইমাম মুহিবুল হকের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের লালারচক গ্রামে। তিনি প্রায় এক দশক ধরে ওই মসজিদে ইমামতি করছিলেন। জুমার নামাজ শেষেই মসজিদ থেকে তার বিদায় নেওয়ার কথা ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক দশক ধরে ফাজিলপুর খোরাসানি জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন মাওলানা মুহিবুল হক। অসুস্থতার কারণে জুমার নামাজের পর ইমামতি থেকে বিদায় নিতে চেয়েছিলেন তিনি। জুমার নামাজের দ্বিতীয় খুতবার সময় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে ঢলে পড়েন তিনি। এলাকাবাসী তাকে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আহমেদ জামিল/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।