জামায়াতের নায়েবে আমির
জনগণের টাকায় চলা পুলিশই মানুষকে গুলি করেছে
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান বলেছেন, পুলিশ চলে শ্রমিক-জনগণের টাকায়। সেই পুলিশ গুলি করে অসংখ্য মানুষ হত্যা করেছে। বিভিন্ন প্রতিষ্ঠানে আওয়ামী লীগ তাদের দলীয় লোকদের বসিয়েছে। ওই সব প্রতিষ্ঠানে নিরপেক্ষ লোক বসাতে হবে। বর্তমান সরকারকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নিরপেক্ষ নির্বাচন করতে হবে।
রাজশাহীতে শুক্রবার সকালে এক শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির ড. মাওলানা কেরামত আলী।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী মহানগরের সভাপতি অধ্যাপক আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মজিবুর রহমান ভুঁইয়া, হড়গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজশাহী মহানগরের সহসভাপতি আফাজ উদ্দিন সরকার, কুতুব উদ্দিন।
সাখাওয়াত হোসেন/জেডএইচ/এএসএম