পুলিশ কর্মকর্তা আরাফাতকে আশুলিয়া থানায় সোপর্দ

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সাভার (ঢাকা)
প্রকাশিত: ০২:১৩ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৪

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সরকার পতনের দিন আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় সম্পৃক্ত পুলিশের পরিদর্শক আরাফাত হোসেনকে আশুলিয়া থানায় সোপর্দ করেছে র‌্যাব।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে তাকে আশুলিয়া থানায় সোপর্দ করা হয়। এর আগে ভোরে ওই পুলিশ কর্মকর্তাকে রাজধানীর আফতাবনগর থেকে গ্রেফতার করে র‌্যাবের একটি দল।

বিজ্ঞাপন

র‌্যাব জানায়, ঘটনার পর থেকে ছায়া তদন্ত শুরু করা হয়। পরে গোয়েন্দা নজরদারি পর তাকে আফতাবনগর থেকে আটক করা হয়। তাকে আনা হয় র‌্যাব-৪ এর কার্যালয়ে। পরে সেখান থেকে দুপুরে আশুলিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

সাভার র‌্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর জালিস মাহমুদ খান জানান, আটকের পর পুলিশ পরিদর্শক আরাফাতকে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মাহফুজুর রহমান নিপু/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।