বৈষম্যবিরোধী আন্দোলনে গুলি করা সেই জুয়েল আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৯:৪৮ এএম, ১৩ সেপ্টেম্বর ২০২৪

বৈষম্যবিরোধী আন্দোলন ঠেকাতে কুমিল্লার টিপরা বাজার এলাকায় শিক্ষার্থীদের ওপর গুলি কারা মোহাম্মদ নাজমুল ইসলাম জুয়েলকে আটক করেছে যৌথ বাহিনী।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সেনা ও পুলিশের একটি দল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যৌথ অভিযান পরিচালনা করে সাহেবনগর এলাকা থেকে তাকে আটক করে।

গ্রেফতার মোহাম্মদ নাজমুল ইসলাম জুয়েল কুমিল্লা আদর্শ সদর উপজেলার সাহেবনগর এলাকার নুরুল ইসলামের ছেলে।

বৃহস্পতিবার রাত ১০টায় কুমিল্লা কোতয়ালী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোস্তফা কামাল জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কুমিল্লা সদর উপজেলার সাহেবনগর এলাকা থেকে জুয়েল নামের চিহ্নিত এক অস্ত্রধারীকে সেনা ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে আটক করেছে। তিনি গত ৪ আগস্ট টিপরা বাজার এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর গুলি করেছেন বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, নাজমুল ইসলাম জুয়েল টিপরা বাজার এলাকায় আন্দোলনরত বৈষম্য বিরোধী ছাত্রদের উপর গুলি চালায়। এ বিষয়টি উক্ত এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে নিশ্চিত হয়েছে পুলিশ।

জাহিদ পাটোয়ারী/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।