হামলার আশঙ্কা

সুনামগঞ্জে শাহ্ আরেফিনের মাজারে সব ধরনের গানবাজনা নিষিদ্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৮:৩৭ এএম, ১৩ সেপ্টেম্বর ২০২৪

সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার লাউড়ের গড় গ্রামে শাহ্ আরেফিনের (রহ.) মাজারে সব ধরনের গানবাজনা নিষিদ্ধ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে মাজারের আঙিনায় এ সংক্রান্ত একটি ব্যানার টাঙিয়েছে পরিচালনা কমিটি।

ব্যানারে উল্লেখ করা হয়েছে, মাজার এলাকায় এখন থেকে সব ধরনের গানবাজনা, মাদকসেবন, সাপ্তাহিক ওরসসহ অসামাজিক কার্যকলাপ বন্ধ থাকবে।

জানা যায়, সুনামগঞ্জের সীমান্তঘেঁষা যাদুকাটা নদীর তীরে অবস্থিত শাহ্ আরেফিনের (রহ.) মাজার। এখানে প্রতিবছর চৈত্র মাসে অনুষ্ঠিত ওরসে প্রচুর ভক্ত ও পর্যটক আসেন।

গানবাজনা নিষিদ্ধের বিষয়ে শাহ্ আরেফিন (রহ.) মাজার পরিচালনা কমিটির সদস্য সচিব আলম সাব্বির বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় মাজার ও আস্তানায় হামলার ঘটনা ঘটছে। শাহ্ আরেফিনের (রহ.) মাজার নিয়েও এলাকায় নানা কথাবার্তা হচ্ছে। কেউ কেউ উসকানিমূলক কথাবার্তা বলছেন। এসব কারণে গানবাজনা নিষিদ্ধ করা হয়েছে।

লিপসন আহমেদ/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।