নোয়াখালীতে ধর্ষণ মামলার আসামি বাবা-ছেলে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৮:২৩ এএম, ১৩ সেপ্টেম্বর ২০২৪

নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক ছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলায় বাবা-ছেলেকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী মামলার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভুক্তভোগী ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এছাড়া আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মামলা সূত্রে জানা গেছে, ওই ছাত্রীকে একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জাহাঙ্গীর আলম মিলনের ছেলে মারুফ হাসান (২০) উত্ত্যক্ত করে আসছিল। বিষয়টি তার বাবাকে জানানো হলে বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে সহযোগীদের নিয়ে মাদরাসার সামনে থেকে ওই ছাত্রীকে অপহরণ করে মারুফ হাসান। পরে বসুরহাট পৌরসভার একটি বাসায় আটকে ওই ছাত্রীকে সে ধর্ষণ করে।

ভুক্তভোগীর বাবা জাগো নিউজকে বলেন, আমার মেয়েকে তুলে নিয়ে ধর্ষণের পর তার চিৎকারে আশপাশের মানুষজন এগিয়ে গিয়ে লম্পট মারুফ হাসানকে আটকে রাখে। খবর পেয়ে তার বাবা জাহাঙ্গীর আলম মিলন ছেলে মারুফকে ছিনিয়ে নিতে যান। পরে রাতে ছেলে ১ নম্বর ও বাবাকে ২ নম্বর আসামি করে কোম্পানীগঞ্জ থানায় পাঁচ থেকে ছয়জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছি।

ইকবাল হোসেন মজনু/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।