আপন ঘর ফাউন্ডেশনের উদ্যোগে পাঁচ হাজার গাছের চারা বিতরণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৮:১৩ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২৪

দিনাজপুরের সেন্ট ফিলিপস্ হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে পাঁচ হাজার বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়েছে।

আপন ঘর ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে সেন্ট ফিলিপস্ হাই স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থদের মাঝে চারাগুলো বিতরণ করা হয়।

আপন ঘর ফাউন্ডেশন পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশ কয়েক বছর ধরে গাছের চারা বিতরণ করে আসছে। এরই ধারাবাহিকতায় এবার সেন্ট ফিলিপস্ হাই স্কুল অ্যান্ড কলেজে আয়োজন করা হয়।

গাছের চারা বিতরণের পূর্বে সেন্ট ফিলিপস হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার কাজল লিনুস কস্তা ও আপন ঘর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সাইফুল আলম বক্তব্য রাখেন।

এসময় উপস্থিত ছিলেন- আপন ঘর ফাউন্ডেশরনর সেক্রেটারি সোহেল রানা, সদস্য তৈইমুর আলী, সামসুল আলম, ফেরদৌস সালেহীন, কাওসার আলী, সেজানুর আলম শাওন, বেলাল, আনোয়ার রাসেলসহ শিক্ষক-শিক্ষিকারা।

এমদাদুল হক মিলন/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।