গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সরকারকে সময় দিতে হবে: মান্না

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৮:১১ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২৪

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যতটুকু সময় দরকার সেটা সরকারকে দিতে হবে। দেশের ১৭ রাজনৈতিক দল প্রায় দুই হাজার প্রস্তাব দিয়েছে। এগুলো সমন্বয় করবে অন্তর্বর্তীকালীন সরকার। আশা করছি, জাতীয় ঐক্যের ভিত্তিতে সরকার এসব প্রস্তাবনা সমন্বয় করবে।’

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে ‘ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘এ সরকারের ব্যর্থ হওয়ার সুযোগ কম। তাদের সফল হতে হবে। ভুল করলে তাদের স্পষ্ট করে বলে দিতে হবে। দেশ সংস্কারের জন্য রোডম্যাপ প্রয়োজন। তবে টাইমলাইন বেধে দেওয়া ঠিক হবে না। আবার দীর্ঘায়িতও করা যাবে না।’

প্রধান উপদেষ্টার ভাষণ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে যা বলেছেন সেটা রোডম্যাপের মতোই। তিনি সবকিছু ঐক্যমতের ভিত্তিতে করতে চেয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের হয়তো অভিজ্ঞতার অভাব আছে। কিন্তু তাদের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করে দাবি আদায় করতে হবে সেই সময় এখনো হয়নি। তাদের এখন সময় দিতে হবে। আমরা এ সরকারকে সহযোগিতা করবো। যদি ভুল করে তাহলে সমালোচনা করবো।’

নাগরিক ঐক্য নারায়ণগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক ইকবাল কবিরের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শহিদুল্লা কায়সার প্রমুখ উপস্থিত ছিলেন।

মোবাশ্বির শ্রাবণ/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।