সারজিস আলম

চাঁদাবাজি-সিন্ডিকেট ছাত্র আন্দোলনের স্পিরিটের সঙ্গে যায় না

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৭:৩৪ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম বলেছেন, চাঁদাবাজি-সিন্ডিকেট ছাত্র আন্দোলনের স্পিরিটের সঙ্গে যায় না। তাই এসবের বিরুদ্ধে ছাত্রদের কথা বলতে হবে। আন্দোলন গড়ে তুলতে হবে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে ছাত্র-নাগরিক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, ১৬ বছরে শেখ হাসিনা শুধু আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বানায়নি, দেশের প্রতিটি নাগরিককে ফ্যাসিস্ট বানিয়েছেন।

jagonews24

তিনি বলেন, ছাত্র-জনতার রক্তের বন্যা বইয়ে জীবনকে বিসর্জন দিয়ে সব অন্যায়কে ভাসিয়ে গণঅভ্যুত্থান ঘটিয়েছে। সেই জায়গা থেকে ছাত্র-জনতা সন্ত্রাস-চাঁদাবাজিসহ সব অন্যায়কে প্রতিহত করতে সব সময় সোচ্চার থাকবেন।

সারজিস বলেন, টাঙ্গাইল মেডিকেল কলেজ পতিত সরকারের ফ্যাসিস্ট হাসিনার নামে নামকরণ করা হয়েছে। তার নামে মেডিকেল কলেজের নাম আমাদের স্পিরিটের সঙ্গে যায় না।

সভায় সমন্বয়ক আব্দুল্লাহ সালেহীন অয়ন, মোবাশ্বিরুজ্জামান হাসান, মিতু আক্তার, রাকিবুল হাসান, রফিকুল ইসলাম আইনি, ইলমা খন্দকার এ্যানি, স্থানীয় সমন্বয়ক ইফফাত রাইসা নূহা।

এআরটি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।