নিতাই রায় চৌধুরী

পতিত সরকারের দোসরদের ষড়যন্ত্র এখনো শেষ হয়নি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ০৬:৩৭ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২৪

বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সরকার পতন হলেও পতিত আওয়ামী স্বৈরাচার ও তাদের দোসরদের ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় খুলনা মহানগরীর একটি হোটেলে বিএনপির বিভাগীয় প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।

নিতাই রায় চৌধুরী বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলেই কেবল ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মূল উদ্দেশ্য সার্থক হবে। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সব শহীদ, আহতদের রক্তদান ফলপ্রসূ হবে। সরকারের উচিত দ্রুত সময়ের মধ্যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যা ও বিডিআর বিদ্রোহের নামে ৫৭ মেধাবী সেনা কর্মকর্তার হত্যার দায়ে ফাঁসি কার্যকর করা।

খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এসএম শফিকুল আলম মনার সভাপতিত্বে সভায় বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, সহ-ধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, বিএনপির সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম প্রমুখ।

খুলনা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্তু কুমার কুণ্ডুর সঞ্চালনায় এসময় কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মীর রবিউল ইসলাম লাভলু, অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু, সাবিয়া নাজমুল মুন্নি, ফরিদা ইয়াসমিন, খান রবিউল ইসলাম রবি, খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম, নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক মো. আলী আহমেদ, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ, সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, যশোর জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, খুলনা মহানগর বিএনপির সদস্যসচিব শফিকুল আলম তুহিন, খুলনা জেলা বিএনপির সদস্যসচিব এস এম মনিরুল হাসান বাপ্পী, নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম, মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাবেদ মাসুদ মিল্টন, মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আমজা হোসেন, খুলনা মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক সৈয়দা রেহেনা ঈসা, যশোর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন প্রমুখ।

আলমগীর হান্নান/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।