শহীদ রফিক সেতুর টোল প্লাজায় ভাঙচুর-অগ্নিসংযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০২:৫৮ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২৪

মানিকগঞ্জের সিংগাইরে ধলেশ্বরী নদীর ওপর নির্মিত শহীদ রফিক সেতুর টোল বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা। এ সময় বিক্ষুব্ধ জনতা টোল প্লাজা ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

এতে প্রায় এক ঘণ্টা বন্ধ থাকে হেমায়েতপুর-সিংগাইর আঞ্চলিক মহাসড়কের যান চলাচল। পরে সেনা সদস্যরা আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

শহীদ রফিক সেতুর টোল প্লাজায় ভাঙচুর-অগ্নিসংযোগ

সকাল ১০টার দিকে পূর্ব ঘোষণা অনুযায়ী সিংগাইর উপজেলার ধল্লা শহীদ রফিক সেতু এলাকায় জড়ো হন কয়েশো মানুষ। এরপর তারা বিক্ষোভ মিছিল নিয়ে সাভারের তোতলঝোড়া এলাকায় টোল প্লাজায় যায়। এসময় বিক্ষুব্ধ জনতা টোল প্লাজা ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। পরে সেনা সদস্যরা তাদের সড়ক থেকে সরিয়ে দিলে যানচলাচল স্বাভাবিক হয়।

বিএম খোরশেদ/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।