৫ দিন পর মেহেরপুরে-চুয়াডাঙ্গা রুটে বাস চলাচল শুরু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ১২:০৪ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২৪

টানা পাঁচদিন পর মেহেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কে বাস চলাচল শুরু হয়েছে।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের সঙ্গে মোটর শ্রমিক ও বাস মালিক সমিতির নেতৃবৃন্দের আলোচনার প্রেক্ষিতে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বাস চলাচল শুরু হয়।

বিজ্ঞাপন

মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান জানান, শনিবার বিকেলে চুয়াডাঙ্গা বাস মালিক সমিতি ও ইজিবাইক চালকদের দ্বন্দ্বের জের ধরে মেহেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের সব ধরনের লোকাল বাস চলাচল বন্ধ করে দেয় বাস মালিক ও মোটর শ্রমিক ইউনিয়ন। প্রশাসন ও পুলিশ বিভাগের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের আশ্বাসে বাস চলাচল শুরু করা হয়েছে।

আসিফ ইকবাল/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।