ভারতে পাচারের সময় ৬২০ কেজি ইলিশ জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৯:৩৬ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৪

অবৈধভাবে ভারতে পাচারের সময় কুমিল্লার বুড়িচং সীমান্ত থেকে ৬২০ কেজি ইলিশ জব্দ করেছে করা হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) উপজেলার আনন্দপুর সীমান্ত থেকে মাছগুলি জব্দ করা হয়।

বিজিবির সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, দুপুর দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেন বিজিবি। এ সময় চোরাকারবারি বুড়িচংয়ের উত্তর আনন্দপুর পাহাড়ের টিলায় ৩১টি বক্স রেখে পালিয়ে যায়। পরে সেগুলো তল্লাশি করে ৬২০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাহিদা আক্তার জানান, এসব মাছ নিলামের মাধ্যমে বিক্রি করে টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

জাহিদ পাটোয়ারী/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।