ডাকাতিয়ায় তলিয়ে গেলো কৃষক, ৬ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৭:৪০ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৪

কুমিল্লার চৌদ্দগ্রামে ডাকাতিয়া নদীর শ্রোতে রেজাউল করিম চৌধুরী সবুজ (৫০) নামে এক কৃষক তলিয়ে যাওয়ার ছয় ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল।

বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে গুনবতী ইউনিয়নের খাটরা গ্রামের ছোট ডাকাতিয়া নদীর ত্রি-মোহনায় এ ঘটানা ঘটে। নিহত সবুজ একই এলাকার আবদুল হাফিজের ছেলে।

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. মেহেদী জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, সবুজ সাকাল ৯টার দিকে গরু নিয়ে বাড়ি থেকে বের হয়। পথে ছোট ডাকাতিয়া নদীর ত্রি-মোহনা খরশ্রোতে তলিয়ে যায়। এসময় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস কর্মীরা দীর্ঘ সময় ধরে অভিযান চালিয়ে তাকে না পেয়ে চাঁদপুরে ডুবুরি দলকে খবর পাঠায়। পরে তারা এসে বিকেল ৩টার দিকে সবুজের মরদেহ উদ্ধার করা হয়।

জাহিদ পাটোয়ারী/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।