উখিয়া ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে রোহিঙ্গা দুই যুবক নিহত
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে রোহিঙ্গা দুই যুবক নিহত হয়েছেন। বুধবার (১১ সেপ্টেম্বর) ভোরে উপজেলার রাজাপালং ইউনিয়নের ফ্রেন্ডশিপ হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
তারা হলেন, উখিয়ার ক্যাম্পের আবদুল গণির ছেলে রহমত উল্যাহ (২৫) ও একই ক্যাম্পের আবুল কালামের ছেলে ইমাম হোসেন (৩৯)।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন জানান, ভোরে ক্যাম্পের ফ্রেন্ডশিপ হাসপাতালের সামনে রহমত উল্যাহ ও ইমাম হোসেন সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন বলে খবর আসে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তরে জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সায়ীদ আলমগীর/আরএইচ/জিকেএস