সুখের সংসার করা হলো না সানজিদার


প্রকাশিত: ১১:০৬ এএম, ০৩ মে ২০১৬

দেড় বছর ধরে মোবাইলে প্রেম করার পর বাড়ি থেকে পালিয়ে এসেও সুখের সংসার করা হলো না সানজিদা আক্তার সুপ্তির (১৯)। মঙ্গলবার সকালে শহরের আলমনগর খামার এলাকা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সুপ্তি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বলশিয়াতারা গ্রামে সোহরাব মিয়ার মেয়ে। এ ঘটনায় বিপ্লব নামে একজনকে আটক করা হয়েছে।

কোতয়ালী থানা পুলিশের মিডিয়া উইং কর্মকর্তা এসআই মজনু জাগো নিউজকে জানান, আলমনগর খামার এলাকার মৃত অশোক চন্দ্র বর্মনের ছেলে মোটর গ্যারেজের কর্মচারী বিপ্লব চন্দ্র বর্মনের (২২) সঙ্গে দেড় বছর আগে মোবাইলে পরিচয় হয় সুপ্তির। একপর্যায়ে উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠলে গত তিন মাস আগে প্রেমের টানে বাড়ি-ঘর ছেড়ে টাঙ্গাইল থেকে রংপুরে চলে আসেন সুপ্তি। এরপর দুই জনে মিলে খামার এলাকার জাহাঙ্গীর আলমের বাড়ি ভাড়া নিয়ে একত্রে বসবাস করতে থাকেন।

তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে- সোমবার রাতে দুইজনের মধ্যে মনোমালিন্য হয়। আর এরই জের ধরে সুপ্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তবে এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত হতে পারবেন বলেও তিনি জানান।

এ ব্যাপারে কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম জাহিদুল ইসলাম জাগো নিউজকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাবে পাঠানো হয়েছে। আটক বিপ্লবকে জিজ্ঞাসাবাদ চলছে।

জিতু কবীর/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।