হিলিতে বাংলাদেশ-ভারতের ব্যবসায়ীদের বৈঠক

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি হিলি (দিনাজপুর)
প্রকাশিত: ০৮:০৫ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৪

আমদানি-রপ্তানি কার্যক্রম আরও গতিশীল করতে দিনাজপুরের হিলি সীমান্তে বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ীদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় হিলি সীমান্তের বিজিবি চেকপোস্ট সংলগ্ন বাংলাদেশ অংশে ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এর আগে ভারতীয় ব্যবসায়ীদের প্রতিনিধি দলটি সীমান্তের শূন্যরেখায় এসে পৌঁছালে বাংলাদেশের ব্যবসায়ীরা তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

বৈঠক শেষে সন্ধ্যা ৬টায় ভারতীয় ব্যবসায়ীদের প্রতিনিধি দলটি একই পথ দিয়ে নিজ দেশে ফিরে যান।

বৈঠকে বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম মণ্ডলের নেতৃত্বে ২৭ সদস্যের দল ভারতের পক্ষে দেশটির এক্সপোটারর্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আলাউদ্দিন মণ্ডল, সাধারণ সম্পাদক ধীরাজ জয়েন্টের নেতৃত্বে ১১ সদস্যের দল অংশ নেয়।

এসময় বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মুশফিকুর রহমান চৌধুরী, কাস্টমস ও বন্দর বিষয়ক সম্পাদক মোস্তাক আহমদ মিঠু, সাংগঠনিক সম্পাদক মমিনুল হক মমিন, ভারতের এক্সপোটারর্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি রাজেস কুমার আগারওয়ালসহ উভয় দেশের ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

মো. মাহাবুর রহমান/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।