মাগুরায় জামায়াতে ইসলামীর অমুসলিম কর্মী সমাবেশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৮:০০ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৪

মাগুরায় আসন্ন দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করা ও জামায়াত সম্পর্কে মানুষের মাঝে নেতিবাচক প্রচারের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর অমুসলিম কর্মীদের নিয়ে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে শহরের দোয়ারপাড় আল আমিন এতিমখানা মিলনায়তনে জেলা জামায়াতের অমুসলিম শাখার সভাপতি দিলিপ টিকাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির অধ্যাপক এমবি বাকের।

জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সাঈদ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কবি পরেশ কান্তি সাহা, জামায়াতে ইসলামীর অমুসলিম শাখার সেক্রেটারি উত্তম কুমার বিশ্বাস, শালিখা উপজেলার দায়িত্বশীল বকুল চন্দ্র মন্ডল, মোহাম্মদপুর উপজেলার দায়িত্বশীল উত্তম কুমার সাহাসহ অন্যরা।

সভায় বক্তারা বলেন, একটি আদর্শ রাষ্ট্র গঠন করে মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সবার জন্য সমান অধিকারের বার্তা মানুষের মাঝে পৌঁছে দিতে চায় জামায়াতে ইসলামী। আসন্ন দুর্গাপূজা হিন্দু সম্প্রদায় যেন আগের চেয়ে মহা ধুমধামে সম্পন্ন করতে পারে, সেজন্যেই জামায়াতের নেতাকর্মীরা সবসময় তাদের পাশে থাকবে।

দলটি সূত্রে জানা যায়, মাগুরা জেলায় অন্তত দেড় হাজার অমুসলিম জামায়াতের আদর্শে বিশ্বাসী হয়ে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন। আজকের সভায় জেলার চার উপজেলার ৩০ জন অমুসলিম দায়িত্বশীল নেতা অংশ নেন।

মিলন রহমান/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।