অটোচালকের হাতুড়িপেটায় দাঁত ভাঙলো মোটরসাইকেলচালকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০৬:১৪ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৪

রাজশাহীতে এক অটোরিকশাচালকের হাতুড়িপেটায় মোটরসাইলেকচালকের দাঁত ভেঙে গেছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টায় নগরীর বর্ণালী মোড়ে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মোটরসাইকেলচালক মো. রুবেল জানান, বেলা ১১টার দিকে তিনি বর্ণালী মোড়ে মোটরসাইকেল দাঁড় করিয়ে রেখেছিলেন। এসময় তার স্ত্রী পাশে দাঁড়িয়েছিলেন। এসময় একটি অটোরিকশা তার স্ত্রীর পায়ের ওপর দিয়ে চালিয়ে পালানোর চেষ্টা করে। পরে মোড়েই অটোরিকশাচালক মো. মুন্নাকে ধরে চাপা দেওয়ার কারণ জানতে চাওয়াহয়।

এসময় দুপক্ষের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে অটোরিকশাচালক মুন্না অটোতে থাকা হাতুড়ি দিয়ে রুবেলের মুখে আঘাত করতে থাকেন। এতে রুবেলের কয়েকটি দাঁত ভেঙে যায়।

রাজশাহী মহানগর ট্রাফিকের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান জানান, অটোরিকশাচালকের কাছ থেকে হাতুড়ি ও অটোরিকশা জব্দ করা হয়েছে। অভিযোগ দিলে পরে ব্যবস্থা নেওয়া হবে।

সাখাওয়াত হোসেন/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।