চান্দিনায় নির্বাচনী সহিংসতায় আহত মান্নানের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪৫ এএম, ০৩ মে ২০১৬

কুমিল্লার চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় আহত ইউনিয়ন আওয়ামী লীগের সদ্য বহিষ্কৃত সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মো. সেলিমের চাচা আবদুল মান্নানের (৫৫) মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় পানিপাড়ার নিজ বাসভবনে তার মৃত্যু হয়।

তিনি পানিপাড়া গ্রামের মৃত আলী মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ১৯ এপ্রিল রাতে তৎকালীন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. জামাল উদ্দিনের সমর্থকরা বিদ্রোহী প্রার্থী মো. সেলিমের সমর্থকদের উপর হামলা চালায়। ওই হামলায় আবদুল মান্নানসহ ৫ জন আহত হন। এসময় বুকে গুরুতর আঘাতপ্রাপ্ত আবদুল মান্নানকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার উন্নতি হলে রোববার তাকে হাসপাতাল থেকে রিলিজ করা হয়। কিন্তু মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নিজ বাসভবনে তার মৃত্যু হয়।

এদিকে ওই হামলার ঘটনায় আহত আবদুল মান্নানের ছেলে মো. জুয়েল বাদী হয়ে ২০ মে চান্দিনা থানায় একটি মামলা দায়ের করেন।

এ ব্যাপারে চান্দিনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমদ নিজামী জানান, আসামিদের কয়েকজন জামিনে রয়েছেরন। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। আবদুল মান্নানের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কামাল উদ্দিন/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।