শেরপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত এক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ০৪:২০ এএম, ১০ সেপ্টেম্বর ২০২৪

শেরপুরে দুই পক্ষের সংঘর্ষে মিজানুর রহমান (৩৫) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।

সোমবার বিকেল থেকে শহরের গৌরীপুর ও খোয়ারপাড় এলাকাবাসীর মধ্যে দফার দফায় সংঘর্ষ ও লুটপাটের ঘটনা ঘটে।

এদিকে একজন নিহতের খবর ছড়িয়ে গেলে মধ্যরাত পর্যন্ত সংঘর্ষ চলে। শহরজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।

নিহত মিজান পেশায় একজন ট্রলিচালক। সংঘর্ষের সময় পাঁচটি দোকানে লুটপাট চালায় দুর্বৃত্তরা। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, গৌরীপুর মহল্লা ও খোয়ারপাড় এলাকার শাপলা চত্বরে দুই দল কিশোরের কথা কাটাকাটিকে কেন্দ্র করে দুই মহল্লার লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। রাত সাড়ে ১০টার দিকে বাসিন্দারা মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়ায়। দুপক্ষের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, পরিস্থিতি শান্ত করার জন্য আমাদের ফোর্স কাজ করছে।

ইমরান হাসান রাব্বী/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।