হাসনাত আবদুল্লাহ

ফ্যাসিস্ট শেখ হাসিনা পালালেও তার প্রেতাত্মারা বসে নেই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৯:০১ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৪
খাগড়াছড়িতে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন হাসনাত আবদুল্লাহ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা পালালেও তার প্রেতাত্মারা এখনো বসে নেই। ফ্যাসিবাদের দোসররা যেকোনো সময় মাথাচাড়া দিয়ে উঠতে পারে। তারা বিভিন্ন রূপে আমাদের মাঝে এসে বিভক্তি সৃষ্টির চেষ্টা করবে। তাদের বিষয়ে বিপ্লবের নায়ক ছাত্র-জনতাকে সজাগ থাকতে হবে। সবাই ঐক্যবদ্ধ থাকলে আর ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে পারবে না।

সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে খাগড়াছড়ি টাউন হল মিলনায়তনে দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

চাঁদাবাজ, টেন্ডারবাজ, সিন্ডিকেট ও দুর্নীতিবাজদের কঠোর হুঁশিয়ারি দিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘এসব নতুন বাংলাদেশে চলবে না, চলতে দেওয়া হবে না।’

পুলিশকে উদ্দেশ করে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘ছাত্র এবং পুলিশের মধ্যে কোনো বিভেদ নেই। আপনারা আপনাদের কাজে ফিরে আসুন। কাজ করতে গিয়ে কোনো সমস্যা হলে আমরা আপনাদের সহযোগিতা করবো।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ফ্যাসিস্ট শেখ হাসিনা পালালেও তার প্রেতাত্মারা বসে নেই

পাহাড়ের মানুষ যুগ যুগ ধরে অধিকার বঞ্চিত উল্লেখ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক বলেন, ‘এখানে শুধু নাই আর নাই। পাহাড়ের শান্তিপ্রিয় জনগণকে বিভিন্নভাবে বিভাজন করে অপরাজনীতি করেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ। সময় এসেছে বৈষম্য দূর করার। পাহাড়ে বসবাসরত সব সম্প্রদায়ের মানুষের সমান অধিকার নিশ্চিত করার।’

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনা, সব স্তরে ন্যায্যতা নিশ্চিত করা এবং স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে সময় দেওয়া উচিত।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এসময় চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফিসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেরর কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

মুজিবুর রহমান ভুইয়া/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।