ইছামতিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৮:৫৮ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৪
প্রতীকী ছবি

বগুড়ার ধুনট উপজেলায় ইছামতি নদীতে একই সঙ্গে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার গোপালনগর ইউনিয়নের গজিয়াবাড়ি নৌঘাটে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- উপজেলার গজিয়াবাড়ি গ্রামের হাসিনুর রহমানের মেয়ে লামিয়া খাতুন (৭) ও একই এলাকার রাজারামপুরা গ্রামের আল-আমিনের ছেলে সুমন মিয়া (৯)।

স্থানীয়রা জানান, নিহত সুমন মিয়ার মা-বাবা জীবিকার তাগিদে ঢাকায় অবস্থান করেন। এ কারণে সুমন তার মামা গজিয়াবাড়ি গ্রামের হাসিনুর রহমানের বাড়িতে থাকে। সোমবার দুপুরে সুমন ও তার মামাতো বোন লামিয়া বাড়ির অদূরে ইছামতি নদীর গজিয়াবাড়ি নৌঘাটে গোসল করতে যায়। সেখানে গোসলে নেমে অসাবধানতা বসত পানির স্রোতে ডুবে যায়। দীর্ঘ সময় তারা বাড়িতে না আসায় পরিবারের লোকজনের সন্দেহ হয়। একপর্যায়ে পরিবারের লোকজন নদীতে গিয়ে খোঁজাখঁজি করে কোলাকুলি অবস্থায় সুমন ও লামিয়ার ভাসমান মরদেহ উদ্ধার করে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।