শেখ হাসিনার ট্রেনবহরে হামলা মামলায় ১৮ আসামির জামিনে মুক্তি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০৪:২৮ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৪

পাবনার ঈশ্বরদী রেলস্টেশনে সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার ট্রেনবহরে হামলার অভিযোগে সাজাপ্রাপ্ত ১৮ আসামিকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে তাদের মুক্তি দেওয়া হয়।

মুক্তিপ্রাপ্তরা হলেন তুহিন বিন সিদ্দিক, আব্দুর জাব্বার, আক্কেল আলী, কল্লোল আলী, মো. সেলিম, ফজলুর রহমান, এনামুল কবির, আমিনুল ইসলাম, মো. জামিরুল, নেফাউর রহমান, মো. আজমল, আনিসুর রহমান, রবি, মো. পলাশ, মো. তুহিন, মো. আলমগীর, মো. ফিরোজুল ও চাঁদ আলী।

রাজশাহী কারাগার সূত্রে জানা গেছে, পাবনার অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালত থেকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে জামিনের আদেশ এলে তাদের মুক্তি দেওয়া হয়।

তবে এ বিষয়ে জানতে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে সিনিয়র জেল সুপার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মির্জা ইমাম উদ্দিনকে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।

মুক্তি পাওয়া আসামিদের জেলগেটে ফুল দিয়ে বরণ করে নেন বিএনপি নেতারা। আর ১৯৯৪ সালে ট্রেনবহরে এ হামলার ঘটনা ঘটে।

সাখাওয়াত হোসেন/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।