নোয়াখালী

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে ৪ হোটেলকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৯:৪৪ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৪

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের অপরাধে নোয়াখালীতে চার খাবার হোটেলে মালিককে ৩৭ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (৮ সেপ্টেম্বর) বিকেলে জেলার মাইজদীর রাজমহল, মোহাম্মদীয়া, মোঘল দরবার ও টোকিও হোটেল অ্যান্ড কাবাব হাউজে এ অভিযান চালানো হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নোয়াখালীর সহকারী পরিচালক কাউছার মিয়া অভিযানের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে ৪ হোটেলকে জরিমানা

তিনি বলেন, ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে শহরের হোটেলগুলোতে অভিযান চালানো হয়। এসময় অভিযোগের সত্যতা পেয়ে চার হোটেল মালিককে ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়।

কাওছার মিয়া আরও বলেন, হোটেলগুলোতে ভোক্তাদের জন্য অভিযোগ বক্স রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে। ভোক্তাদের স্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে আনসার ব্যাটালিয়নের একটি দল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের একটি দল উপস্থিত ছিলেন।


ইকবাল হোসেন মজনু/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।