নরসিংদীতে বিশেষ অভিযানে অবৈধ অস্ত্র-গুলি উদ্ধার
নরসিংদীতে বিশেষ অভিযানে অবৈধ অস্ত্র-গুলি উদ্ধার করেছে পুলিশ। রোববার (৮ সেপ্টেম্বর) জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শামসুল আরেফিন এ তথ্য জানান।
জেলার মাধবদী ও পলাশে পৃথক অভিযান চালিয়ে দুটি ওয়ানশুটারগান (আগ্নেয়াস্ত্র) ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪ সেপ্টেম্বর থেকে সারাদেশে একযোগে পরিচালিত অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান শুরু করে পুলিশ। শনিবার রাতে মাধবদীর আনন্দী ব্রিজ এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় পরিত্যক্ত একটি বাজারের ব্যাগ থেকে একটি আগ্নেয়াস্ত্র ওয়ানশুটারগান ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। একই রাতে অপর একটি অভিযানে পলাশের ফুলবাড়িয়া হালদারপাড় এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় পরিত্যক্ত আরও একটি ওয়ানশুটারগান উদ্ধার করে।
সঞ্জিত সাহা/আরএইচ/জিকেএস