সিরাজগঞ্জে সিএনজি-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০২:৪৮ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৪
দুর্ঘটনাকবলিত সিএনজি ও মাইক্রোবাস

সিরাজগঞ্জের কামারখন্দে সিএনজি ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেনে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

রোববার (৮ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কের কুটিরচরে এসিআই ফুড কারখানার সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রায়গঞ্জ উপজেলার ব্রাহ্মবয়রা গ্রামের সিএনজিচালক রাশেদুল ইসলাম, তাড়াশ উপজেলার ভাটড়া গ্রামের নুরুজ্জামান ও তারেক রহমান। বাকি দুজনের পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের কুটিরচর এলাকায় সিএনজি ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই রাশেদুল, নুরুজ্জামান ও তারেকের মৃত্যু হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস তিনজনকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে আরও দুজন মারা যায়। তবে তাদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।

এম এ মালেক/এএইচ/এমএইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।