চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা আটক

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ০৯:০৭ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০২৪

গাড়ি আটকে চাঁদাবাজির অভিযোগে যুবদলের এক নেতাকে আটক করেছে পুলিশ।

শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে চট্টগ্রাম নগরের হালিশহর থানার বড়পুল এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ফজলুল করিম সীতাকুণ্ড উপজেলা যুবদলের আহ্বায়ক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নগরের হালিশহরে আবুল খায়ের গ্রুপের স্ক্র্যাপ গাড়ি আটকে রেখে চাঁদা দাবি করেন ফজলুল করিম।

বিষয়টি নিশ্চিত করেন হালিশহর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) রাজিব।

তিনি বলেন, ফজলুল করিম থানা হাজতে আছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এম মাঈন উদ্দিন/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।