ড. আবদুল মঈন খান

ক্ষমতায় গেলে সরকারি ফরম থেকে ধর্মাবলম্বী অপশন তুলে দেওয়া হবে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০৮:১৩ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০২৪

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে সরকারি সব ফরম থেকে ধর্মাবলম্বী অপশন তুলে দেওয়া হবে। দেশের সব মানুষের একটাই পরিচয় আমরা বাংলাদেশি। কে কোন ধর্মের সেটি বড় কথা নয়।

শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদীর রাবান উচ্চ বিদ্যালয়ে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

ড. মঈন খান বলেন, ছাত্র-জনতার আন্দোলনে দেশ থেকে অন্যায় প্রতিরোধ করা হয়েছে, স্বাধীনতা পুণপ্রতিষ্ঠিত হয়েছে। রাজনীতিকে কেও যেন কলুষিত করতে না পারে সেজন্য সবাইকে এগিয়ে আসতে হবে।

জিনারদীর ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নারায়ণ চৌধুরীর সভাপতিত্বে সভায় পলাশ উপজেলা বিএনপির সভাপতি এরফান আলী, যুগ্ম-সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন, রাবান দুর্গা মন্দির কমিটির সভাপতি যাদব কর ও সাবেক ইউপি মেম্বার যানকিবসু উপস্থিত ছিলেন।

সজ্ঞিত সাহা/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।