বীজতলা নিয়ে দ্বন্দ্ব, বৃদ্ধকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৪:১৫ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০২৪
ফাইল ছবি

ঝালকাঠির কাঁঠালিয়ায় বীজতলা নিয়ে দ্বন্দ্বে সুলতান খান (৭০) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এসময় দুই নারীসহ আরও চারজন আহত হয়েছেন।

শনিবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নে জাঙ্গালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সুলতান খান ওই গ্রামের মৃত ওয়াজেদ আলি খানের ছেলে।

নিহতের পুত্রবধূ ফাতিমা অভিযোগ করে জানান, প্রতিপক্ষের লোকজনের সঙ্গে দীর্ঘদিন জমি নিয়ে বিরোধ চলছিলো। এ নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে। শনিবার বেলা ১১টার দিকে প্রতিপক্ষ বাচ্চু, জাকির, ইলিয়াস, শহিদ, মনির, স্বপনসহ বেশ কয়েকজন বিরোধীয় জমিতে বীজ রোপণ করতে আসেন। এ সময় তাদের নিষেধ করলে হামলা চালায় প্রতিপক্ষরা। এক পর্যায়ে তারা সুলতান খানকে কুপিয়ে হত্যা করে। এসময় আরও চারজনকে আহত হন।

রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শাহেদ খান জানান, সুলতান খানকে নিয়ে আসার পর মৃত ঘোষণা করা হয়। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।

কাঁঠালিয়া থানার পরিদর্শক (তদন্ত) সমীর কুমার দাশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মো. আতিকুর রহমান/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।