নেত্রকোনায় পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ১০:০২ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০২৪

নেত্রকোনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় লুট হওয়া পুলিশের অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দিনগত রাতে অভিযানের সময় পুলিশের অস্ত্রটি উদ্ধার করা হয়।

নেত্রকোনায় দায়িত্বরত ৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর জিসানুল হায়দার জানান, বৃহস্পতিবার রাতে যৌথবাহিনীর একটি দল পূর্বধলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। অভিযানে ৫ জনকে আটক করা হয়। ওই এলাকার নামাজ পড়ার ছলে কেউ একজন মসজিদের এক অস্ত্রটি রেখে যান। পূর্বধলা ক্যাম্প কমান্ডার লে. আকিব অস্ত্রটি উদ্ধার করে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান বলেন, গত ৪ আগস্ট শ্যামগঞ্জ বাজারে একটি মিছিল থেকে পুলিশের গাড়িতে অগ্নি সংযোগ করা হয়। এসময় আমাদের দায়িত্বরত অফিসারের কাছ থেকে অস্ত্রগুলো লুট করা হয়। আমরা সাতটি অস্ত্র উদ্ধার করেছি। আরেকটি অস্ত্রের কিছু অংশ উদ্ধার করেছি।

এইচ এম কামাল/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।