চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৯:১২ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০২৪
বহিষ্কৃত জুয়েল ভূঁইয়া

নেত্রকোনায় চাঁদাবাজিসহ দলীয় শৃঙ্খলবিরোধী কর্মকাণ্ডের সুস্পষ্ট অভিযোগে জুয়েল ভূঁইয়া নামের এক বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি তার দলীয় সাধারণ সদস্য পদও বাতিল করা হয়।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) কলমাকান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ খায়ের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞাপন

জুয়েল ভূঁইয়া কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়ন বিএনপির যুববিষয়ক সম্পাদক। তিনি কোথায়ও বিশৃঙ্খলা, সন্ত্রাস বা চাঁদাবাজি করার চেষ্টা করলে তাকে আইনশৃঙ্খলা বাহিনী হাতে সোপর্দ করার জন্যও অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

জানতে চাইলে কলমাকান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ খায়ের বলেন, চাঁদাবাজি ও দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতেই জুয়েল ভূঁইয়ার বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে। বিএনপিতে চাঁদাবাজ বা অপকর্মে জড়িতদের জায়গা হবে না।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ বিষয়ে জানতে জুয়েল ভূঁইয়ার মোবাইলফোনে কল করা হলে তিনি রিসিভ করেননি।

এইচ এম কামাল/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।