সাতক্ষীরায় মাছের ঘেরে মিললো যুবকের মরদেহ
সাতক্ষীরার আশাশুনিতে মাছের ঘের থেকে রাজা সরদার (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার মানিকখালী ব্রিজ সংলগ্ন একটি মাছের ঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় রাজা বাড়ি থেকে বের হন ঘের চৌকি দেওয়ার জন্য। কিন্তু (শুক্রবার) সকাল পেরিয়ে গেলেও বাসায় না ফেরায় বড় ভাই বাদশা তাকে ডাকতে গিয়ে দেখেন ঘেরের একটি ঘরের সামনে মরদেহ পড়ে আছে। এসময় তার গলায় একটি দড়ি বাঁধা ছিল।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রকৃত রহস্য উদঘাটন সম্ভব হবে।
আহসানুর রহমান রাজীব/আরএইচ/এএসএম