মহানন্দায় ডুবে যুবকের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মহানন্দা নদীতে ডুবে মানুন আলি (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার যাদুনগর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মামুন আলি উপজেলার যাদুনগর গ্রামের সান্টুর ছেলে।
স্থানীয়রা জানান, বাড়ির পাশে মহানন্দা নদীতে গোসলে গিয়ে তলিয়ে যান মামুন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গোলহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) ইকবাল পাশা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
সোহান মাহমুদ/এএইচ/এএসএম