খাগড়াছড়িতে কুজেন্দ্রের নামে হত্যাচেষ্টা মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ১১:৩৫ এএম, ০৬ সেপ্টেম্বর ২০২৪

পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় তারিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাসহ দুই শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মীর নামে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) মাটিরাঙ্গা থানায় তারিকুল ইসলাম নিজে বাদি হয়ে মামলাটি করেন। মাটিরাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মো. শরীফ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মামলায় সাবেক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা ছাড়াও খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র রফিকুল আলম, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ন মোরশেদ খান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. রফিকুল ইসলামসহ ১৮৯ জনকে আসামি করা হয়েছে। মামলায় আরও ২০-৩০ আজ্ঞত পরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে।

এজাহারে বলা হয়, গত ৫ অগাস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের পতনের দিন মাটিরাঙ্গা পৌরসভাধীন ৯ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে আসামিরা দলবদ্ধ হয়ে তরিকুলকে হত্যার উদ্দেশ্যে হামলা করে। এ সময় আসামিরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে। পরে সদর হাসপাতালে চিকিৎসা নিতে গেলে সেখানেও হামলার হুমকি দেয়। একপর্যায়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে বাধ্য হন তিনি।

মুজিবুর রহমান ভুইয়া/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।