বন্যা

ফেনীতে মৃতের সংখ্যা বেড়ে ২৯

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৯:৩০ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২৪

ভয়াবহ বন্যায় ফেনীতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ জন। প্রিয়জনকে হারিয়ে বাকরুদ্ধ স্বজনরা।

জেলা প্রশাসন সূত্র জানায়, এখন পর্যন্ত ২৯ জন মারা যাওয়ার তথ্য পাওয়া গেছে। এদের মধ্যে ফুলগাজীতে সাতজন, ফেনী সদরে আটজন, সোনাগাজীতে ছয়জন, ছাগলনাইয়ায় তিনজন, দাগনভূঞায় তিনজন ও পরশুরামে দুজন। এরমধ্যে ১৭ জন পুরুষ, ১০ জন মহিলা ও ২ জন শিশু রয়েছে।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার দ্বীন মোহাম্মদ বলেন, সাধারণত মরদেহের সন্ধান পেলে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এ মরদেহগুলো উদ্ধার করে। এরমধ্যে ২৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে। যার মধ্যে আটটি এখনও শনাক্ত করা হয়নি।

এ বিষয়ে জেলা প্রশাসক মোছাম্মৎ শাহিনা আক্তার জানান, বন্যায় নিহতের পরিবারকে সহায়তা দেওয়ার জন্য স্ব-স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।

আবদুল্লাহ আল-মামুন/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।