সাইবার ট্রাইব্যুনালে মামলা

নোয়াখালীতে বুলুসহ বিএনপির ১২ নেতাকর্মীকে অব্যাহতি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৬:৫৯ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২৪

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু ও নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজীম সুমনসহ ১২ নেতাকর্মীকে সাইবার ট্রাইব্যুনালের মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৫ আগস্ট) চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক জহিরুল ইসলাম ২০২১ সালে নোয়াখালীর বেগমগঞ্জ থানায় দায়ের হওয়া মামলা থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়।

আসামিপক্ষের আইনজীবী জায়েদ বিন রশীদ বলেন, বিগত সরকারের দায়ের করা সাইবার ট্রাইব্যুনালের মামলাটির সত্যতা না থাকায় বিচারক সব আসামিকে অব্যাহতি প্রদানের আদেশ দিয়েছেন।

jagonews24

মামলা সূত্রে জানা গেছে, কুমিল্লায় মন্দিরে কোরআন শরীফ রাখার জের ধরে ২০২১ সালের ১৫ অক্টোবর দুপুরে নোয়াখালীর চৌমুহনীতে বিভিন্ন মন্দির ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় গ্রেফতার আসামিদের ১৬৪ ধারার স্বীকারোক্তির বরাত দিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু, জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজীম সুমনসহ বেগমগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের ১২ নেতাকর্মীকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়।

জেলা যুবদল সভাপতি মঞ্জুরুল আজীম সুমন জাগো নিউজকে বলেন, মন্দির হামলার ঘটনায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে আটক করে হত্যার ভয় দেখিয়ে দুই কোটি টাকা চাঁদা দাবি করেন তৎকালীন পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম। পরে এক কোটি টাকা দিলেও বাকি টাকা না পেয়ে ১৬৪ ধারায় পরিকল্পিত জবানবন্দি তৈরি করে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলাটি দায়ের করা হয়। আদালত আমাদের অব্যাহতি দিয়েছেন। আমি আদালতের সবার কাছে কৃতজ্ঞ।

ইকবাল হোসেন মজনু/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।