হুক ছিঁড়ে ইঞ্জিন থেকে বগি বিচ্ছিন্ন, প্রাণে বাঁচলেন ৫০০ যাত্রী

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ০৬:৪০ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২৪

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি যাত্রীবাহী চলন্ত ট্রেনের হুক ছিঁড়ে ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায় বগি। এতে ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন ঢাকামুখী মহানগর এক্সপ্রেসের পাঁচ শতাধিক যাত্রী।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ২টায় সীতাকুণ্ড স্টেশনে এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। দুর্ঘটনার প্রায় দুই ঘণ্টা পর চট্টগ্রাম থেকে আরেকটি ইঞ্জিন এসে যাত্রীবাহী বগিগুলোকে উদ্ধার করে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয়।

রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে মহানগর এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম ছেড়ে যায়। সীতাকুণ্ড রেলস্টেশন অতিক্রম করার সময় ইঞ্জিন ও যাত্রীবাহী বগির সংযোগের হুক ছিঁড়ে যায়। যে কারণে ট্রেনটি এক ঘণ্টা দাঁড়িয়ে থাকে। পরে চট্টগ্রাম থেকে আরেকটি ইঞ্জিন এসে যাত্রীবাহী বগিগুলো উদ্ধার করে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয়।

বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড রেলওয়ে স্টেশন মাস্টার নাজিম উদ্দিন বলেন, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এম মাঈন উদ্দিন/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।