যাত্রাবিরতির দাবিতে ৫ ঘণ্টা ট্রেন আটকে রাখলেন শিক্ষার্থীরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ১১:৫৩ এএম, ০৪ সেপ্টেম্বর ২০২৪

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা রেলস্টেশনে আন্তঃনগর ট্রেন করতোয়া এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে অবস্থান কর্মসূচিতে ট্রেন আটকে রাখেন বৈষম্যবিরোধী ছাত্রসমাজ ও সাধারণ জনতা। এতে প্রায় ৫ ঘণ্টা ধরে ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ওই স্টেশনে ট্রেনটির যাত্রাবিরতির আশ্বাস দিলে রাত সাড়ে ১০টার দিকে সরে যান শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুর থেকে রাত ৯টা পর্যন্ত লালমনিরহাট থেকে বুড়িমারীর উদ্দেশে ছেড়ে আসা করতোয়া আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনটি বাউরা স্টেশনে পৌঁছালে ট্রেনটি আটকে দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

এ সময় তারা বলেন, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে। এ সময় ট্রেনে যাতায়াতকারী যাত্রী সাধারণ ভোগান্তিতে পড়েন।

ট্রেনটির যাত্রাবিরতির ব্যাপারে আন্দোলনরত শিক্ষার্থী রুশো বসুনিয়া বলেন, পার্শ্ববর্তী স্টেশন সি গ্রেড সেখানে যাত্রাবিরতি দেয়, অথচ বাউরা স্টেশনটি বি গ্রেডের হলেও এখানে আন্তঃনগর এ ট্রেনটির যাত্রাবিরতি নেই। আমরা এখানেও যাত্রাবিরতির দাবি করছি।

এ ব্যাপারে লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় ম্যানেজার আব্দুস সালাম বলেন, বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসে রাত সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা সরে গেলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রবিউল হাসান/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।