হবিগঞ্জে পাওনা টাকা নিয়ে সংঘর্ষ, নিহত ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৫:৩৮ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২৪

হবিগঞ্জের বাহুবলে দোকানের বকেয়া নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আমির হোসেন (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।

মঙ্গলবার দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এর আগে সোমবার রাতে উপজেলার সদর ইউনিয়নের রাজাপুর কাইতগাঁও গ্রামের দুপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

বাহুবল মডেল থানার এসআই আবু মোকসেদ জানান, রাজাপুর কাইতগাঁও গ্রামের তোফাজ্জল মিয়ার কাছে ব্যবসায়ী জলিল মিয়ার কিছু টাকা পাওনা ছিল। রাতে এ নিয়ে দুজনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুই গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় তোফাজ্জল পক্ষের আমির হোসেনকে রাতেই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে মারা যান তিনি।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।