কুয়াকাটায় আবাসিক হোটেল ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশিত: ০৪:১৪ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২৪

পটুয়াখালীর কুয়াকাটায় অস্ত্রের মুখে জিম্মি করে মানিক মিয়া নামের এক আবাসিক হোটেল ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়েছে।

কুয়াকাটায় আবাসিক হোটেল ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

সোমবার (২ সেপ্টেম্বর) দিনগত গভীর রাতে কুয়াকাটা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত দোতলা বাড়িতে এ ঘটনা ঘটে। দেশীয় অস্ত্র, পিস্তল, চাপাতিসহ নানা সরঞ্জামাদি নিয়ে হানা দেয় ডাকাতদল। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।

কুয়াকাটায় আবাসিক হোটেল ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, পরিবারের সদস্যরা সবাই ঘুমিয়ে ছিলেন। রাত সাড়ে ১২টার দিকে ডাকাতদল বাড়িতে প্রবেশ করে। তারা অস্ত্রের মুখে জিম্মি করে সবার হাত-পা ও চোখ বেঁধে রাখেন এবং মানিক মিয়াকে বেধড়ক মারধর করেন। পরে প্রায় ৩০ ভরি সোনা, ৪৮ হাজার টাকা ও পাঁচটি ফোন নিয়ে তারা বাড়ি ত্যাগ করেন। ৮-১০ জনের সবাই মুখোশ পরে থাকায় কাউকে চিনতে পারেননি মানিক মিয়া।

কুয়াকাটায় আবাসিক হোটেল ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

ঘটনাস্থল পরিদর্শন শেষে কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিমল কৃষ্ণ মল্লিক বলেন, ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধারে চেষ্টা করা হবে। মামলার পরে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আসাদুজ্জামান মিরাজ/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।