ঝালকাঠির ৯ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৩:১৪ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২৪

ঝালকাঠি সদর উপজেলার ৯টি ইউনিয়নে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রশাসক নিয়োগ দিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুজা মন্ডল এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করেন।

আদেশে উল্লেখ করা হয়, ঝালকাঠি সদর উপজেলার আওতাধীন ১০টি ইউনিয়নের মধ্যে বিনয়কাঠি ইউনিয়ন বাদে অন্য চেয়ারম্যানরা পরিষদে অনুপস্থিত থাকায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ১৪ আগস্টের পত্রমূলে জন্ম ও মৃত্যু নিবন্ধন সেবা বিঘ্নিত হওয়ায় নিবন্ধকের ইউজার আইডি, পাসওয়ার্ড ব্যবহার করার অনুমতি দেওয়া হলো।

গাভারামচন্দ্রপুর ইউনিয়নে উপজেলা কৃষি কর্মকর্তা রাসেল মনির, নবগ্রাম ইউনিয়নে পল্লী উন্নয়ন কর্মকর্তা মিথুন মিস্ত্রি, কেওড়া ইউনিয়নে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অমিত কর্মকার, কির্তীপাশা ইউনিয়নে উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল্লাহ আল কাইয়ুম, বাসন্ডা ইউনিয়নে মৎস্য কর্মকর্তা সাইয়্যেদা, পোনাবালিয়া ইউনিয়নে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদ আলম জোমাদ্দার, গাবখান ধানসিঁড়ি ইউনিয়নে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আসাদুজ্জামান পলাশ, শেখেরহাট ইউনিয়নে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তার ও নথুল্লাবাদ ইউনিয়নে মৎস্য কর্মকর্তা মো. জিয়াউদ্দিন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন বলে এতে উল্লেখ করা হয়।

আতিকুর রহমান/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।