আদালতে চাঁদাবাজি করে বহিষ্কার দুই ছাত্রদল নেতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৮:৪১ এএম, ০৩ সেপ্টেম্বর ২০২৪

সুনামগঞ্জের আদালতে চাঁদাবাজি করতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার দুই ছাত্রদল নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল।

সোমবার (০২ সেপ্টেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার আলম।

বহিষ্কৃত নেতারা হলেন- সুনামগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুস্তাক হোসেন ও ছাত্রদল নেতা সাইফুল ইসলাম রাহি।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশে, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সুনামগঞ্জ জেলা শাখার অধীনস্থ সুনামগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুস্তাক হোসেন ও ছাত্রদল নেতা সাইফুল ইসলাম রাহিকে প্রাথমিক সদস্য পদসহ সংগঠনের সব পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।’

বহিষ্কারের বিষয়ে সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম বলেন, আদালতে চাঁদাবাজির অভিযোগে দুই ছাত্রদল নেতা গ্রেফতার হওয়ার পর আমরা একটি সভার মাধ্যমে তাদের দল থেকে বহিষ্কার করেছি। জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

সোমবার (০২ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জ জেলা বিএনপির নাম ভাঙ্গিয়ে জেলা দায়রা জজ আদালতের নাজির মোহাম্মদ গোলাম কিবরিয়ার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করায় দুই ছাত্রদল নেতাসহ আইনজীবীর এক সহকারীকে গ্রেফতার করে সুনামগঞ্জ সদর থানা পুলিশ।

লিপসন আহমেদ/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।