সিংড়ায় আ’লীগের ১০১ নেতাকর্মীর নামে দুই মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৮:০৩ পিএম, ০২ সেপ্টেম্বর ২০২৪

নাটোরের সিংড়ায় আওয়ামী লীগের ১০১ নেতাকর্মীর নামে পৃথক মামলা হয়েছে। এদের মধ্যে ৫১ জনের নাম উল্লেখ করা হয়। রোববার (১ সেপ্টেম্বর) দিনগত রাতে বিএনপির দুই নেতা সিংড়া থানায় মামলা করেন।

আসামিরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চৌগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মো. জাহেদুল ইসলাম ভোলা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ইটালি ইউনিয়নের চেয়ারম্যান আরিফুল ইসলাম, আরিফুলের ছোট ভাই উপজেলা পরিষদের সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান লিখনকে আসামি করা হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সেলিম রেজা ও চৌগ্রাম ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. শাহজাহান আলী পৃথক মামলা করেন।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে। অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রেজাাউল করিম রেজা/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।